Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ ডিসেম্বর ২০২০

প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের অর্জন

২০১৯-২০ অর্থ বছরে টিকা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ২৮.৫০ (কোটি মাত্রায়) এবং  জুন/২০২০ ইং পর্যন্ত যার অর্জন ছিল ২৭.৭৪ (কোটি মাত্রায়)। যা র্মোট লক্ষ্যমাত্রার ৯৭.৩৬% অর্জন। অত্র প্রতিষ্ঠানের উৎপাদিত রিন্ডারপেস্ট টিকা দ্বারা বাংলাদেশ হতে রিন্ডারপেস্ট রোগ নির্মূল সম্ভব হয়েছে।যার স্বীকৃতিস্বরূপ এই প্রতিষ্ঠানটি ২০১০ সালে বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থা (অ আই ই) কর্তৃক বাংলাদেশ হতে রিন্ডারপেস্ট রোগ নির্মূলের সনদ লাভ করে।ভবিষ্যতে টিকা উৎপাদন জোরদার করণ এবং আধুনিকায়নের জন্য কাজ চলছে। উল্লেখিত কর্মযজ্ঞের আলোকে একথা অনস্বীকার্য  যে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান (এল আর আই) প্রাণিসম্পদ অধিদপ্তরের একটি অন্যতম প্রধান প্রতিষ্ঠান যেটি জন্মলগ্ন থেকে বাংলাদেশের প্রাণিসম্পদ উন্নয়ন ও রোগ দমনের মাধ্যমে নিরাপদ দুধ, ডিম ও মাংসের নিশ্চয়তা বিধান করে দেশের চাহিদা পূরণে একটি অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে।